ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
রাজবাড়ীর কালুখালী উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী সাইফুলের ঈদ শুভেচ্ছা বিনিময়
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৮-০৩ ১৭:৫০:২০
কাজী সাইফুল ইসলাম।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার পরিষদের প্রথম নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী সাইফুল ইসলাম গত ১লা আগস্ট পবিত্র ঈদুল আযহার দিন নিজ গ্রাম মাঝবাড়ীতে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে এলাকাবাসী ও দলের কর্মী সমর্থকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
  জানা গেছে, মেয়েদের লেখাপড়ার জন্য কালুখালী উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম বাজবাড়ী শহরের ভাড়া বাসায় অবস্থান করে এলাকায় নিয়মিত যাতায়াত করলেও করোনা ভাইরাস পরিস্থিতিতে লকডাউনের কারণে মেয়েদের স্কুল বন্ধ থাকায় রোজার মধ্যে তিনি স্বপরিবারে নিজ জন্মস্থান মাঝবাড়ীর পৈত্রিক বাড়ীতে চলে আসেন। এরপর থেকে তিনি নিজ বাড়ীতে অবস্থান করে করোনাকালীন সময়ে এলাকার মানুষের খোঁজ নিচ্ছেন ও সহযোগিতা করে যাচ্ছেন। তিনি পবিত্র ঈদুল ফিতরও নিজ গ্রামের বাড়ী মাঝবাড়ীতে তার পরিবার ও এলাকাবাসীর সাথে উদযাপন করেছেন।
  উল্লেখ্য, কাজী সাইফুল ইসলাম বিগত ২০১৯ সালের ১৮ই জুন অনুষ্ঠিত কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন।

পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নে আ’লীগের চেয়ারম্যান প্রার্থী সুফল মাহমুদ
করোনা রোগীর সেবায় ১৫টি অক্সিজেন সিলিন্ডার ও  প্রতিবন্ধীদের হুইল চেয়ার দিলেন এমপি রুমা চৌধুরী
রাজবাড়ীতে করোনা রোগীর চিকিৎসায় হাসপাতালের জনবল সংকট সমাধান করলেন কাজী ইরাদত আলী
সর্বশেষ সংবাদ