ঢাকা বুধবার, জুলাই ১৬, ২০২৫
রাজবাড়ীতে পুলিশ সদস্যরা পশু হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট রয়েছে
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৭-০৭ ১৪:৩৭:১৫

রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান গতকাল ৭ই জুলাই দুপুরে শহরের বিনোদপুরে পশু হাট পরিদর্শন করেন।
  এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন, ডিবি’র ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, ডিআইও-১ সাইদুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
  পরিদর্শন শেষে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান উপস্থিত সাংবাদিকদের বলেন, ক্রেতা-বিক্রেতারা যাতে স্বাচ্ছন্দ্যে কোরবানীর পশু কেনাবেচা করতে পারেন সে জন্য পোশাকধারী, সাদা পোশাকের ও গোয়েন্দা শাখার পুলিশ সদস্যরা বিভিন্ন পশু হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট রয়েছে। হাটে জাল টাকার লেনদেন, অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাই-চাঁদাবাজী প্রতিরোধে আমাদের কঠোর নজরদারী রয়েছে। হাট এছাড়াও বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে। হাটে অতিরিক্ত হাসিল নেয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে হাট ইজারাদারের সাথে যোগাযোগ রাখছি। তারা নির্ধারিত যে রেট রয়েছে তাই নিবে। ব্যবসায়ীদের প্রতি অনুরোধ থাকবে আপনারা কোনো ঝুঁকি নিবেন না। পশু বিক্রি করার পর টাকা বহনে সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে এসকর্ট দিয়ে বাড়ী পৌঁছে দিব। যে কোনো প্রয়োজনে ফোনে আমাকে পাওয়া যাবে। ইউনিয়ন পর্যায়ে আমাদের বিট অফিসারগণ দায়িত্ব পালন করছে। 

 

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে রাজবাড়ীর পুলিশ সুপারের বাণী
রাজবাড়ীতে পুলিশের টিআরসি পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
গোয়ালন্দে পুলিশের অভিযানে তিনটি গুরুত্বপূর্ণ হত্যা মামলার ৪জন গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ