ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
পাংশায় হরিপদ কুন্ডুর বাড়িতে ২৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু
  • মোক্তার হোসেন
  • ২০২২-০৭-০৮ ১৫:০১:১১
পাংশায় স্বর্গীয় হরিপদ কুন্ডুর বাড়িতে গতকাল শুক্রবার ২৪তম বার্ষিকী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার নারায়নপুর গ্রামে স্বর্গীয় হরিপদ কুন্ডুর বাড়িতে গতকাল ৮ই জুলাই ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। এটি ২৪তম বার্ষিকী মহানাম যজ্ঞানুষ্ঠান।
  স্বর্গীয় হরিপদ কুন্ডুর পুত্র, পাংশার নাট্যালোকের সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার কুন্ডু জানান, তার সহোদর ভাই ডঃ দেবদাস কুন্ডু, ডঃ দীপক কুমার কুন্ডু, গোবিন্দ চন্দ্র কুন্ডু(পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর), ডাঃ গোপেন কুমার কুন্ডু ও ডাঃ নৃপেন কুমার কুন্ডুর সার্বিক সহযোগিতায় ২৪তম বার্ষিকী মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
  গত ৭ই জুলাই সন্ধ্যায় শ্রীশ্রী মদ্ভাগবত গীতা পাঠ, ওই দিন রাত ১০টায় শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। ১০ই জুলাই শেষ রাত্রি অবধি মহানাম সংকীর্তন চলবে। ১১ই জুলাই শ্রীশ্রী মহানাম সমাপানান্তে কুঞ্জভঙ্গ, নগরকীর্তন, জলকেলী মধ্যাহ্নে মহাপ্রভূর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। মহানাম সংকীর্তন পরিবেশনায় রয়েছে- সিরাজগঞ্জের ভূবন মঙ্গল সম্প্রদায়, খুলনার অস্টসখী সম্প্রদায়, ঝিনাইদহের জয় নিতাই ও গৌরহরি সম্প্রদায় এবং পাংশার শিব মন্দির ও শ্রী গুরু সম্প্রদায়।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ