রাজবাড়ী সদর সাব-রেজিস্ট্রার মোঃ রেজাউল করিম বক্সীকে জেলা রেজিস্ট্রার পদে পদোন্নতি দিয়ে পঞ্চগড়ে বদলী করা হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল ১৯শে জুলাই বিকালে রাজবাড়ী সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারদের পক্ষ থেকে সাব-রেজিস্ট্রি অফিসে তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমন্বয় সমিতির সভাপতি আব্দুস ছাত্তার চৌধুরীর সভাপতিত্বে এবং দলিল লেখক আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা রেজিস্ট্রার মোঃ সাজেদুল হক, সংবর্ধিত বিদায়ী সাব-রেজিস্ট্রার মোঃ রেজাউল করিম বক্সী, দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক মানিক সরদার, দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারদের মধ্যে মোজাহার চৌধুরী, রেজাউল ইসলাম মিন্টু, সোহেল মুন্সী, সফরুজ্জামান, মজিবর রহমান, দেলোয়ার হোসেন, ফারুক হোসেন ও আব্দুল আজিজ শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জাকির হোসেন, লাল মিয়া, গণেশ কুমার বৈদ্য, হানিফ মিয়া বাদল, আব্দুর রাজ্জাকসহ অন্যান্য দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংবর্ধিত বিদায়ী সাব-রেজিস্ট্রার মোঃ রেজাউল করিম বক্সী দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারদেরকে ধন্যবাদ জানিয়ে নিজের জন্য দোয়া কামনা করেন বলেন, আপনারা ভালো থাকবেন। সেবার মনোভাব নিয়ে কাজ করবেন। সরকারী রাজস্ব আদায়ের ব্যাপারে সচেষ্ট থাকবেন।
জেলা রেজিস্ট্রার মোঃ সাজেদুল হকসহ দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারগণ তাদের বক্তব্যে বিদায়ী সাব-রেজিস্ট্রার মোঃ রেজাউল করিম বক্সীর ভূয়সী প্রশংসাসহ জেলা রেজিস্ট্রার হিসেবে সফলতা কামনা করেন।