আজ ৬ই আগস্ট দুপুরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে তৃষা আক্তার নিঝুম(১১) নামে একটি কন্যা শিশু অসতকর্তাবশতঃ মায়ের কাছ থেকে হারিয়ে যায়। শিশুটির মা জান্নাতুল খাতুন ঘটনাটি দৌলতদিয়া ঘাটের পুলিশ বক্সে কর্তব্যরত রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিনকে জানানোর পর তিনি সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ ও ঘাট এলাকায় কর্মরত পুলিশ সদস্যদের সহায়তায় লঞ্চ ঘাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেন।