ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
রাজবাড়ী পাসপোর্ট অফিস থেকে এক দালাল আটক॥থানায় মামলা
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৮-১১ ১৪:৪৪:২৫
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদ থেকে গত ২৭শে জুলাই রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বেরুলী গ্রামের যুবক শাকিল মন্ডলের এই ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ নাম ও ঠিকানা হের-ফের করে ইস্যু করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুরস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ইলিয়াস ফকির(২০) নামে এক দালাল আটক হয়েছে। 
  গত ১০ই আগস্ট বিকালে পাসপোর্ট অফিসের সামনে থেকে তাকে আটক করে রাজবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। সে বালিয়াকান্দি উপজেলার বেরুলী গ্রামের মৃত আমানত আলী ফকিরের ছেলে। 
  এ ঘটনায় ভুক্তভোগী একই গ্রামের(বেরুলী) সোনাই মন্ডলের ছেলে শাকিল মন্ডল(১৬) বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। 
  মামলার অভিযোগ সূত্রে প্রকাশ, মাসখানেক আগে ভুক্তভোগী শাকিল হোসেন বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট করতে ইলিয়াস ফকিরের সাথে ১৪হাজার টাকায় চুক্তি করে এবং গত ১০/০৭/২০২২ইং তারিখে তাকে ১২ হাজার টাকা প্রদান করে। ১০/১২ দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারী দেয়ার কথা থাকে। কিন্তু ইলিয়াস ফকির যথাসময়ে পাসপোর্ট ডেলিভারী দিতে না পেয়ে শাকিলকে ঘুরাতে থাকে। একপর্যায়ে শাকিল এ বিষয়ে পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কাছে অভিযোগ করে। পরে তাদের সহযোগিতায় ইলিয়াস ফকিরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
  রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গতকাল ১১ই আগস্ট আদালতে সোপর্দ করা হয়েছে।   
  এদিক অপর একটি বিশ^স্ত সূত্র জানিয়েছে, আটককৃত ইলিয়াস ফকিরের সহযোগিতায় শাকিল মন্ডল তার বয়স ও ঠিকানা হের-ফের করে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদ থেকে গত ২৭শে জুলাই-২০২২ তারিখের একটি ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ (ইজ ২০০৩৭৫১০৭৮৭১২৭৩৯৭) দিয়ে রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসে গত ১০ই আগস্ট নতুন পাসপোর্ট করতে এসেছিল। উক্ত জন্ম নিবন্ধনে শাকিল মন্ডলের নাম “মোঃ শাকিব মন্ডল, পিতা-মোঃ সোনাউল্লাহ মন্ডল, গ্রাম-তেকাটি, ডাকঘর-পদমদী, ইউপি-নবাবপুর, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ী” উল্লেখ ছিল। শাকিল মন্ডল তার উক্ত কাগজপত্র কর্মকর্তার কাছে দাখিলের পর কর্মকর্তার জিজ্ঞাসাবাদে অসৎ উদ্দেশ্যে অন্য জেলা থেকে তার জন্ম নিবন্ধন করার ঘটনা ধরা পড়ে। তখন খবর পেয়ে পুলিশ দুপুর আড়াইটার দিকে সেখানে গিয়ে দালাল ইলিয়াস ফকির ও শাকিল মন্ডলকে থানায় নিয়ে আসে। পরে শাকিল মন্ডল তার আসল ঠিকানা উল্লেখ করে বাদী হয়ে এই মামলা দায়ের করে। 
  সূত্রটি আরো জানায়, দালাল চক্রের সহযোগিতায় একটি জালিয়াত চক্র আরো কয়েকজনকে নোয়াখালী জেলার জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করে ব্যর্থ হয়ে তারা পাসপোর্ট অফিসে কাগজপত্র রেখে চম্পট দেয়। থানায় দায়েরকৃত মামলার উপযুক্ত তদন্ত হলে এ ধরনের আরো অনেক ঘটনা বেরিয়ে আসবে।     

রাজবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
কালুখালীতে কিশোর নীরব হত্যা মামলার রহস্য উদঘাটন॥গ্রেপ্তার-১
 রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০টাকা  ও প্লেট নম্বরের দাবীতে সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ