ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
কালুখালীতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষক ও সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষণ উদ্বোধন
  • ফজলুল হক
  • ২০২২-০৮-১৭ ১৫:০৮:০৭

রাজবাড়ী জেলার কালুখালীতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের শিক্ষক ও সুপারভাইজাদের ১২দিনের বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে। 
  গতকাল ১৭ই আগস্ট সকালে কালুখালী মহিলা কলেজের হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরোজ কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম নাসিম আখতার, উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, কালুখালী মহিলা কলেজের অধ্যক্ষ শিকদার মমতাজ আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবু হেনা মোঃ আসিফ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, রাজবাড়ী সরকারী কলেজের সহযোগী অধ্যাপক খোন্দকার মোস্তাফিজুর রহমান, প্রশিক্ষক মাসুদ হাসান, সেলিম আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। 

 

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ