রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ আসাদুজ্জামানকে সহকারী কমিশনার(ভূমি) হিসেবে পদায়নের জন্য খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলী করা হয়েছে। তার বদলীজনিত বিদায় উপলক্ষ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে গতকাল ২১শে আগস্ট বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাকে সংবর্ধনা জানানো হয়। এ সময় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, সহকারী কমিশনার(ভূমি) উম্মে সালমাসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন।