ঢাকা সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
রাজবাড়ী সদর উপজেলায় চেয়ারম্যান নওয়াব আলী॥ভাইস চেয়ারম্যান রাজু ও লুৎফন নাহার
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৫-২১ ১৬:৩৪:০৪

 ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে দ্বিতীয় ধাপে গতকাল ২১শে মে রাজবাড়ীর সদর উপজেলায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ১১টায় বেসরকারী ফলাফল ঘোষণা করা হয়েছে।

 রাজবাড়ী উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম স্বাক্ষরিত বেসরকারী ফলাফলে দেখা গেছে, রাজবাড়ী সদর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৪৩ হাজার ১১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের প্রার্থী সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল পেয়েছেন ১৮ হাজার ৭৯৯ ভোট।

 ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রলীগ নেতা নাহিদুল আলম রাজু গ্যাস সিলিন্ডার প্রতীকে ১৯ হাজার ৪৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির সমর্থক মান্নান মুসল্লী চশমা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ১০১ ভোট। এছাড়াও ঠিকাদার গনেশ মিত্র পালকি প্রতীকে ৮হাজার ২১১ ভোট, যুবলীগ নেতা মোঃ ইয়াসির আরাফাত রামিম তালা প্রতীকে ৭ হাজার ৩৭ ভোট, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক মাইক প্রতীকে ৫ হাজার ৪০৬ ভোট, মোঃ শাহিন মোল্লা উড়োজাহাজ প্রতীকে ৩হাজার ৫১৩ ভোট, রায়হান চৌধুরী রনি বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ২ হাজার ৮৩৯ ভোট, মোঃ রাশেদুল হক বই প্রতীকে ১ হাজার ২৮৫ ভোট, মোঃ মোহন মোল্লা টিউবওয়েল প্রতীকে ১হাজার ১৪৪ ভোট ও হরিপদ সরকার রানা টিয়া পাখি প্রতীকে ৬৪৫ ভোট পেয়েছেন।

 মহিলা ভাইস চেয়ারম্যান পদে লুৎফুন নাহার ফুটবল প্রতীকে ১৪ হাজার ৬০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকের হামিদা বেগম ১৩ হাজার ৮৮২ ভোট পেয়েছেন। এছাড়াও মোছাঃ মর্জিনা খাতুন সেলাই মেশিন ১৩ হাজার ২৩৩, বিএনপি থেকে বহিস্কৃত নেত্রী শাহিনুর আক্তার বিউটি হাঁস প্রতীকে ৮ হাজার ৯৩১ ভোট, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম বৈদ্যুতিক পাখা প্রতীকে ৫ হাজার ৫৫৫ ভোট এবং প্রজাপতি প্রতীকের চম্পা খাতুন ৩ হাজার ৯৩২ ভোট পেয়েছেন।

 সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম বলেন, রাজবাড়ী সদর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।

 উল্লেখ্য, নির্বাচনে ভোটারের উপস্থিতি কম থাকলেও কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 
সামাজিক সম্প্রীতি যাতে কোনভাবেই কলুষিত না হয় সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে------জেলা প্রশাসক
জুলাই বিপ্লবে আহতদের তালিকা যাচাই বাছাইকরণ সভা অনুষ্ঠিত
রাজবাড়ীতে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ