ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
রাজবাড়ীর কুটির হাট ও কোলার হাট বাজারের ৪টি প্রতিষ্ঠানের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১০-২০ ১৪:১৪:৪০

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের কুটির হাট ও বসন্তপুর ইউনিয়নের কোলার হাট বাজারের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
  গতকাল ২০শে অক্টোবর অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
  অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মোড়কজাত সংক্রান্ত বিধিমালা অমান্যের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় কুটির হাট বাজারের কাঁচা-পাকা ফলের দোকানের মালিককে ১হাজার টাকা ও মুদী দোকান আজাদ স্টোরের  মালিককে ১হাজার টাকা এবং কোলার হাট বাজারের ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডার এন্ড রেস্টুরেন্টের মালিককে ৩হাজার টাকা ও অপর্ণা সুইটসের মালিককে ২হাজার টাকা জরিমানা করা হয়। 
  রাজবাড়ী সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। 

 

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ