রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়াস্থ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ে একটি ডেস্কটপ কম্পিউটার প্রদান করেছে সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডিএফ) নামের একটি বেসরকারী সংস্থা।
গতকাল ২৩শে অক্টোবর বেলা ১২টার দিকে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ে এই কম্পিউটারটি হস্তান্তর করা হয়।
এ সময় সিডিএফের চেয়ারম্যান মোহাম্মদ আসিফ প্রিন্স, নির্বাহী পরিচালক মোঃ তাইজ উদ্দিন আহাম্মদ, গোয়ালন্দ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রতন শেখ, সহ-সভাপতি সাঈদ মন্ডল, সাধারণ সম্পাদক মুন্নাফ শেখ, যুগ্ম-সম্পাদক সিদ্দিক সরদার, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম, ইউনুস আলী খাঁ ও এস.এম হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।