ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
‘উপজেলা দিবস’ উপলক্ষ্যে রাজবাড়ী জেলা জাতীয় পার্টির আলোচনা সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১০-২৩ ১৪:০৭:০৭

‘উপজেলা দিবস’ উপলক্ষ্যে রাজবাড়ী জেলা জাতীয় পার্টির আয়োজনে গতকাল ২৩শে অক্টোবর সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

  জেলা জাতীয় পার্টির সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান খান মোমিনের সঞ্চালনায় আলোচনা সভায় জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও রাজবাড়ী পৌর শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান  চাঁদ, জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সার্জেন্ট(অবঃ) আব্দুল মান্নান, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক পার্টির সভাপতি আক্কাছ আলী বাবু, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক সার্জেন্ট(অবঃ) আব্দুল হান্নান খান, জেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, জেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা ওলামা পার্টির সভাপতি মাওলানা লুৎফর রহমান, জেলা যুব সংহতির সভাপতি আসাদুল হক মিলন ও জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোঃ সোলায়মান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

  সভাপতির বক্তব্যে জেলা জাতীয় পার্টির সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ বৃটিশ-পাকিস্তানী ঘুণে ধরা প্রশাসনকে সংস্কার করে ১৯৮৬ সালের এই দিনে (২৩শে অক্টোবর) উপজেলা পরিষদ গঠন করেন। যা পরিচালনায় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত চেয়ারম্যান। বর্তমানে জনগণ এর সুফল ভোগ করছে। এ ধরনের যুগান্তকারী আরও অনেক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। পার্টির বর্তমান চেয়ারম্যান জি.এম কাদের বর্তমান সরকারের ব্যর্থতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলার অবনতিসহ জনগণের বিভিন্ন দাবীর ব্যাপারে অত্যন্ত সোচ্চার। তার বলিষ্ঠ নেতৃত্বে রাজবাড়ী জেলা জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। জাতীয় পার্টির নামে অন্য কোন গ্রুপ আসলে আমরা তা প্রতিহত করবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। শক্তিশালীভাবে ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এককভাবে অংশগ্রহণ করবো। 

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ