ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
গোয়ালন্দে তথ্য অধিকার আইন বিষয়ক গণসচেতনতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত
  • আবুল হোসেন
  • ২০২২-১১-২১ ১৩:৫৮:৫৫

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে গতকাল ২১শে নভেম্বর সকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক গণসচেতনতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত হয়।
  গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আতিকুল হক, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুবুর রহমান শেখ, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম মনোয়ার মাহমুদ, গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল, বালিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। সঞ্চালনা করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক। 
  তথ্য অধিকার আইন ও বিধি-বিধানের উপরে আলোকপাত করেন তথ্য কমিশনের সাবেক সচিব মোঃ ফরহাদ হোসেন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রোগ্রামার প্রবীর কুমার দাস।

 রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
বালিয়াকান্দিতে চলাচলকারী অবৈধ যানবাহন  প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা॥নির্বিকার প্রশাসন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মহান মে দিবস পালিত
সর্বশেষ সংবাদ