ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
কালুখালীতে বিজ্ঞান মেলা-অলিম্পিয়াড সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • ফজলুল হক
  • ২০২২-১১-২২ ১৩:২৪:৪০

৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ী জেলার কালুখালীতে বিজ্ঞান মেলা-অলিম্পিয়াড, সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
  জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় কালুখালী উপজেলা প্রশাসন গতকাল ২২শে নভেম্বর উপজেলা পরিষদের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে। 
  এতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট উপস্থাপন করে। এছাড়া ‘বিদ্যুৎ ও পানির অপচয় রোধ’ শীর্ষক বিজ্ঞান বিষয়ক সেমিনারে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীবের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস ও একাডেমিক সুপারভাইজার ইমতিয়াজ দেওয়ান মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন। সেমিনার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

 রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
বালিয়াকান্দিতে চলাচলকারী অবৈধ যানবাহন  প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা॥নির্বিকার প্রশাসন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মহান মে দিবস পালিত
সর্বশেষ সংবাদ