ঢাকা শুক্রবার, আগস্ট ১, ২০২৫
পাংশার উদয়ন নাট্যগোষ্ঠীর উদ্যোগে ৫দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন
  • মোক্তার হোসেন
  • ২০২২-১২-০৭ ১৩:১৮:২০

মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার পাংশা পুরাতন বাজারে গতকাল ৭ই ডিসেম্বর রাত ৯টায় উদয়ন নাট্যগোষ্ঠীর উদ্যোগে ৫দিন ব্যাপী বার্ষিক নাট্যোৎসবের উদ্বোধন করা হয়েছে।  

  পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ বক্তব্য রাখেন।

  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন অধ্যাপক হাজারী আবুল হাসিম। 

  অনুষ্ঠানে প্রধান অতিথি একেএম শফিকুল মোরশেদ আরুজসহ অন্যান্য অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে পাংশা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর সোরাপ মন্ডল, পাংশা পুরাতন বাজার বনিক সমিতির সভাপতি জাহাঙ্গীর মন্ডল ও ইদ্রিস আলী বাবুসহ উদয়ন নাট্যগোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

কালুখালীতে ৩০ কৃতি শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
পাংশা উপজেলা ও পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন
পাংশায় মন্দিরে জমিদান করতে গিয়ে কমিটির প্রতারণায় সর্বশান্ত গুরুদাসী
সর্বশেষ সংবাদ