ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
কালুখালী উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান
  • মোখলেছুর রহমান
  • ২০২২-১২-০৯ ১৩:৫৭:৫২

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে গতকাল ৯ই ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে শ্রেষ্ঠ জয়িতাদেরকে সম্মাননা প্রদান করা হয়।

  উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা। 

  অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডল, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল খালেক মাস্টার, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা ও কালুখালী থানার এসআই এলাহী প্রমুখ বক্তব্য রাখেন। সম্মাননা প্রাপ্ত জয়িতারা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী খাদিজা বেগম, শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সফল মুর্শিদা খাতুন, সফল জননী মমতাজ বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা বাসন্তী রানী ও সমাজ উন্নয়নের অবদান রাখা ফিরোজা পারভীন। এছাড়াও অনুষ্ঠানে ২টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনকে যথাক্রমে ৩০ হাজার ও ৪০ হাজার টাকা অনুদানের চেক প্রদানসহ কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ