ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
রাজবাড়ী জেলা এনসিটিএফের নতুন কমিটি গঠন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১২-১৭ ১৫:৩৪:৩২

ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স(এনসিটিএফ)-এর রাজবাড়ী জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। 

  গতকাল ১৭ই ডিসেম্বর সকালে রাজবাড়ী শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ভোটাভুটির মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। এতে  সাদিয়া জামান সভাপতি, মোঃ মুহতাসিমুল হক সহ-সভাপতি, কে.এস তাহছীন মুগ্ধ সাধারণ সম্পাদক, রাইসা রুবাইয়াত খান যুগ্ম-সাধারণ সম্পাদক ও সুপ্রিয়া আলম সিঁথী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। নির্বাচিত অন্যরা হলো-মোঃ মোবাশ্বিরুল ইসলাম, মোনালিসা, সাফায়েত হোসেন রুদ্র, মাইসা আঞ্জুম, শেখ মোহাম্মদ যোবায়রুল ইসলাম ও অনামিকা আজাদ। 

  জেলা এনসিটিএফের ১২-১৮ বছর বয়সী প্রায় একশত সদস্য এতে ভোট দেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলীমুর রেজা এবং সঞ্চালনা করেন জেলা এনসিএফের ভলান্টিয়ার সাদমান সাকিব রাফি   -প্রেস বিজ্ঞপ্তি। 

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ