ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
বিজয় দিবসে রাজবাড়ীর টাউন মক্তব সঃ প্রাঃ বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • হেলাল মাহমুদ
  • ২০২২-১২-১৭ ১৫:৩৮:৫৮

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের আয়োজনে গত ১৬ই ডিসেম্বর দুপুরে টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স, বিশেষ অতিথি হিসাবে মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের প্রোগ্রাম অফিসার তাহমিদা বেগম, জেলা শিশু বিষয় কর্মকর্তা আলীমুর রেজা ও অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল হক সুমন প্রমুখ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানজিদা সনোকা।

  প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত রূপকল্প-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে তোমাদেরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠতে হবে। লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডসহ খেলাধুলা করতে হবে। 

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ