ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
রাজবাড়ীতে ২দিনব্যাপী জেলা সাহিত্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী
  • রফিকুল ইসলাম
  • ২০২২-১২-২৪ ১৪:১১:১৯

রাজবাড়ী জেলা প্রশাসন কর্তৃক বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আয়োজিত ২ দিনব্যাপী জেলা সাহিত্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।

  গতকাল ২৪শে ডিসেম্বর সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, সহকারী কমিশনার শিবরাজ চৌধুরী, বিপুল সিকদার, জাহাঙ্গীর আলম বাবু, রফিকুল ইসলাম, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, স্থানীয় কবি, লেখক, সাহিত্যিক, শিল্পীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ। অনুষ্ঠানে জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী কাঙালিনী সুফিয়াসহ স্থানীয় কবি, লেখক, সাহিত্যিক ও শিল্পীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

  উল্লেখ্য, গত ২৩শে ডিসেম্বর মেলার ১ম দিনের কর্মসূচীর মধ্যে ছিল লেখকদের নাম নিবন্ধন, প্রবন্ধ পাঠ ও আলোচনা, লেখক কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২য় দিনে গতকাল ২৪শে ডিসেম্বর দিনব্যাপী সাহিত্য পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।  

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ