ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
রাজবাড়ীতে দৈনিক ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
  • মাহফুজুর রহমান
  • ২০২২-১২-২৪ ১৪:৩২:৪৫

রাজবাড়ীতে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

  এ উপলক্ষ্যে গতকাল ২৪শে ডিসেম্বর সকালে প্রথমে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে বর্ণাঢ্য একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

  প্রবীণ সাংবাদিক দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অন্যান্য অতিথিদের মধ্যে রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ আরতী রাণী শীল, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি শিহাবুর রহমান, সময় টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান, বিটিভি’র জেলা প্রতিনিধি সাফিউদ্দিন আহমেদ বিপুল, দৈনিক ইত্তেফাকের বালিয়াকান্দি উপজেলা সংবাদদাতা তনু সিকদার সবুজ, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি আব্দুল মতিন মোল্লা, সাপ্তাহিক সাহসী সময়ের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির মহিলা বিষয়ক সম্পাদিকা লাবণী আক্তার, ঢাকা পোস্টের প্রতিনিধি মীর সামসুজ্জামান সৌরভ ও দৈনিক গণকণ্ঠের জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

  স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সহ-সম্পাদক মাহফুজুর রহমান এবং সঞ্চালনা করেন রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ। 

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ