ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
জৌকুড়া ও সূর্যনগর বাজারের তিন মুদী দোকানীর জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১২-২৮ ১৪:২১:৩৩

রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে গতকাল ২৮শে ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ও মিজানপুর ইউনিয়নের সূর্যনগর বাজারের ৩ মুদী দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

   অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
 অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় জৌকুড়া বাজারের জহির স্টোরের মালিককে ২ হাজার টাকা এবং সূর্যনগর বাজারের রুনি স্টোরের মালিককে ২ হাজার টাকা ও খন্দকার স্টোরের মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। রাজবাড়ী সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। 

পাংশায় ভেজাল গুড়ের কারখানায় প্রশাসনের অভিযান॥১জনের কারাদন্ড॥ভেজাল গুড় বিনষ্ট
 দৌলতদিয়া ঘাটে নেই যাত্রী ও যানবাহনের চাপ॥২৪ ঘন্টায় ৫৯৪৬ যানবাহন নদী পার
 দৌলতদিয়ায় হেরোইনসহ বিক্রেতা হায়াত গ্রেফতার
সর্বশেষ সংবাদ