ঢাকা বুধবার, জুলাই ১৬, ২০২৫
র‌্যাবের অভিযানে বালিয়াকান্দির কুরশী গ্রামের বাসিন্দা সালাম হত্যাকান্ডের আসামী গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০১-০৭ ১৩:১২:০০

 রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কুরশী গ্রামের বাসিন্দা আঃ সালাম খান (৫৯) হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আনিচ খান (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। 

গতকাল ৭ই জানুয়ারী র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুরের কোতয়ালী থানাধীন মৃগী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। সে টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মামুননগর গ্রামের মৃত আমরেজ খানের ছেলে।
র‌্যাব জানায়, আঃ সালাম গত ২রা জানুয়ারী ফরিদপুরের কোতয়ালী থানাধীন গোয়ালচামট এলাকার ‘পথিক’ নামক আবাসিক হোটেলের একটি কক্ষে খুন হন। অপর এক ব্যক্তির সাথে তিনি ওই হোটেলে উঠেছিলেন। পরে ওই ব্যক্তি তাকে খুন করে বাইরে থেকে কক্ষে তালা দিয়ে পালিয়ে যায়। 
তথ্য-প্রযুক্তির সহায়তায় খুনী আনিছ খান (৪০)কে শনাক্ত করে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার কাছ থেকে খুন হওয়া আঃ সালাম খানের ব্যবহৃত ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
 এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় মামলা রুজু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আনিচকে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করেছে।  

কালুখালীতে ডিবির অভিযানে  বিদেশী মদসহ ১জন গ্রেপ্তার
দৌলতদিয়ায় সেই বাঁশের সাঁকোটি মেরামতের উদ্যোগ নিয়েছে প্রশাসন
 পাংশায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামী জাবির আব্দুল্লাহ গ্রেফতার
সর্বশেষ সংবাদ