রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির বাহাদুরপুর গ্রামে গতকাল ১৪ই জানুয়ারী বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
নামফলক উন্মোচনের মধ্য দিয়ে বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা। বাহাদুরপুর ইউপি মুক্তিযোদ্ধা কমান্ড এ কর্মসূচির আয়োজন করে।
গতকাল শনিবার দুপুর ১২টার সময় বীর বিক্রম শহীদ খবিরুজ্জামানের বাস্তুভিটায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা বক্তব্য রাখেন।
প্রধান অতিথি মোহাম্মদ আবু হেনা বলেন, মহান মুক্তিযুদ্ধে খবিরুজ্জামান গ্রেট সেক্রিফাইস করেছে। দেশের জন্য, মানুষের জন্য তার আত্মোৎসর্গ মূল্যয়ন করতে হবে। দেশের প্রতি, মানুষের প্রতি মানুষের এমন ভালোবাসা খুবই দরকার।
তিনি বলেন, শিক্ষার চেয়ে বড় কিছু নেই। শিক্ষা হচ্ছে আলো। শিক্ষা আলো থেকে আলোকিত করে। নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও পাংশা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ডক্টর এম.এ মাজেদ, সড়ক ও জনপদ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হামিদ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, বীর বিক্রম শহীদ খবিরুজ্জামানের সহোদর ভাই ও রূপালী ব্যাংক লিমিটেডের সাবেক জেনারেল ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা শফিউজ্জামান মৃধা, এলজিইডি রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান মোঃ সজিব হোসেন প্রমূখ বক্তব্য রখেন।
বক্তারা মহান মুক্তিযুদ্ধে নৌ কমান্ডো বীর বিক্রম শহীদ খবিরুজ্জামানের স্মৃতিচারণ করেন। একই সাথে গোপালগঞ্জের মকসুদপুরে তার কবর রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবী জানান তারা। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ আবু হেনাসহ সকল অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠান উপস্থাপনা করেন ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু। অনুষ্ঠানে পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান, বাহাদুরপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শাখাওয়াৎ হোসেন, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছে পাংশা উপজেলা এলজিইডি। প্রকল্পের প্রাক্কলিত মূল্য ৩৫ লাখ ৯৬ হাজার ১৩৭ টাকা এবং চুক্তিমূল্য ৩৪ লাখ ১৬ হাজার ৩৩০ টাকা।