রাজবাড়ী একাডেমির আয়োজনে গতকাল ২৮শে জানুয়ারী বিকালে সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী বাংলা উৎসব সমাপ্ত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান পুরস্কার বক্তব্য রাখেন ও বিতরণ করেন।
রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান ও সাবেক শিক্ষা কর্মকর্তা আজিজা খানম বক্তব্য রাখেন।
দুইদিন ব্যাপী বাংলা উৎসবের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন একাডেমির সাধারণ সম্পাদক ডাঃ ইকবাল হোসেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সূবর্ণ রাণী সাহা, আমন্ত্রিত অতিথিগণ, আয়োজক কমিটির সদস্যগণ, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিাভাবকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা, দুইদিন ব্যাপী বাংলা উৎসবের বিভিন্ন দিক, বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, শিক্ষার্থীদের মাতৃভাষার প্রতি আকৃষ্ট করা, যথাযথভাবে মাতৃভাষার ব্যবহার, ভবিষ্যত প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তোলসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোল জন্য সকলকে একসাথে কাজ করার আহবান জানান।
আলোচনা সভা শেষে দুইদিন ব্যাপী বাংলা উৎসবের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসব সমাপ্ত হয়।
উল্লেখ্য যে, উৎসবের দ্বিতীয় দিন সকালে ‘মোদের গর্ব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’ শীষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায় ও বিশেষ অতিথি হিসাবে আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক রূপা চক্রবর্তী, কবি ও সম্পাদক ওবায়েদ আকাশ আলোচনায় অংশগ্রহণ করেন।
এছাড়াও দুই দিনের উৎসবে রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজারেও বেশী শিক্ষার্থী বাংলা ভাষা ও সাহিত্য কেন্দ্রীক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।