ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
রাজবাড়ীর ডাঃ আবুল হোসেন কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০২-০১ ১৪:৩১:০৮

 রাজবাড়ী জেলার সর্ববৃহৎ এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান ডাঃ আবুল হোসেন কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে।
  গতকাল ১লা ফেব্রুয়ারী বেলা ১১টায় কলেজের ডাঃ নাজমুল হোসেন অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি ছিলেন কলেজ গভনির্ং বডির বিদ্যোৎসাহী সদস্য এবং সাবেক জেলা ও দায়রা জজ মোঃ সামসুল হক। 
  ওরিয়েন্টেশন ক্লাসে স্বাগত বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের একাডেমির কার্যক্রম, কলেজের নিয়ম শৃঙ্খলা, পাঠ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দীর্ঘ আলোচনা শেষে তিনি কলেজের সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় করিয়ে দেন।
  অধ্যক্ষের স্বাগত বক্তব্যের পর প্রধান অতিথি মোঃ সামসুল হক নবাগত ছাত্র-ছাত্রীদের জন্য গৃহীত কলেজের একাডেমিক ও পাঠ পরিকল্পনা অবগত হয়ে প্রশংসা ও ধন্যবাদ জানান। 
  এছাড়া তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন।
  এ সময় শিক্ষকদের পক্ষ থেকে জৈষ্ঠ্য প্রভাষক ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান শামীমা আক্তার বক্তব্য দেন।
  অনুষ্ঠানে সঞ্চালনা করেন জৈষ্ঠ্য প্রভাষক ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মোঃ হাবিবুর রহমান এবং রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক শাহ মুজতুবা রশীদ আল কামাল।

 

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ