ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
বালিয়াকান্দির নারুয়ায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট
  • মিঠুন গোস্বামী
  • ২০২৩-০২-০৪ ১৪:১১:১৮

“মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন” এ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়ায় বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

  গত ৩রা ফেব্রুয়ারী রাতে নারুয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে নারুয়া যুব সমাজের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

 ফাইনালে নারুয়ার শহিদুল ব্যাডমিন্টন ক্লাবকে পরাজিত করে মহিসপুর ব্যাডমিন্টন ক্লাব চ্যাম্পিয়ন হয়।

  আয়োজক কমিটির সভাপতি ইমরান নাজিরের সভাপতিত্বে খেলার এ টুর্নামেন্টের উদ্বোধন করেন নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জহুরুল ইসলাম।

  ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারুয়ার কৃতি সন্তান সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।

  এছাড়া বিশেষ অতিথি হিসাবে বালিয়াকান্দি উপজেলা যুবলীগের অন্যতম সদস্য গণি শেখ, মনছুর আলী ডিগ্রী কলেজের প্রভাষক কবির উজ্জামান বিল্লাল, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন চুন্নু, কামরুজ্জামান পান্নু(মেম্বার), বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেন নান্নু ও ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

  খেলা শেষে চ্যাম্পিয়ন মহিসপুর ব্যাডমিন্টন ক্লাব ও রানার্স আপ শহিদুল ব্যাডমিন্টন ক্লাবের খেলোয়াড় ও টিম ম্যানেজারের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। 

  খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন সাংবাদিক মিঠুন গোস্বামী। তার সহকারী ছিলেন সবুজ ও হামিদ(মাস্টার)। 

  উল্লেখ্য, ৮টি দলের অংশগ্রহণে নক আউট পদ্ধতিতে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

 রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
বালিয়াকান্দিতে চলাচলকারী অবৈধ যানবাহন  প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা॥নির্বিকার প্রশাসন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মহান মে দিবস পালিত
সর্বশেষ সংবাদ