রাজবাড়ীতে প্রথমবারের মতো আইস মাদকসহ যুবক একেএম ফজলে রাব্বী (৩১)কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
গত ২৬শে মার্চ দিবাগত রাত ১টার দিকে (গতকাল ২৭ শে মার্চ) শহরের সজ্জনকান্দা বড় মসজিদের পিছনে কাজী আলাউদ্দিনের পঞ্চম তলা ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ফ্লাট থেকে ১৪ গ্রাম আইসসহ তাকে গ্রেফতার করা হয়। সে ওই ফ্লাটে ভাড়া থাকতো।
একেএম ফজলে রাব্বী ফরিদপুর জেলার কোতয়ালী থানার পশ্চিম পশরা গ্রামের মাইনুদ্দিন মোল্লার ছেলে। এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় রাব্বীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
গতকাল ২৭শে মার্চ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।