রাজবাড়ীতে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাট ও উফশী ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
গতকাল ২৭শে মার্চ দুপুরে রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ৩৩শত জন কৃষকের মাঝে ১ কেজি করে পাটের বীজ, ৯৫০ জন কৃষকের মাঝে উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ^াস কৃষকদের হাতে এসব বীজ ও সার তুলে দেন।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জনি খান।
রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জনি খান জানান, অনাবাদী পতিত জমি কিংবা কৃষি জমিতে উফশী জাতের ধান রোপণ করে সমৃদ্ধশালী দেশ গঠনের জন্য কাজ করছে বর্তমান কৃষিবান্ধব সরকার। আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে সরকার ভর্তুকি দিয়ে বিনামূল্যে কৃষকদের মধ্যে সার-বীজ প্রণোদনা হিসেবে বিতরণ করছেন। বিনামূল্যে সার বীজ পেয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা।