ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
পাংশায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে অভিযান
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৪-০৫ ১৫:১২:৪৮

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তর ও জাটকা সংরক্ষণ সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় “করলে জাটকা সংরক্ষণ বাড়বে ইলিশ উৎপাদন” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৫ই এপ্রিল সকালে পাংশা বাজারে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ উপলক্ষে ভ্রাম্যমান আদালত-অভিযান পরিচালিত হয়।
  জানা যায়, অভিযানের সময় মাছ বাজারে কোন জাটকা পাওয়া যানি। পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী উপস্থিত মাছ বিক্রেতা ও সর্বসাধারণের উদ্দেশ্যে জাটকা সংরক্ষণ সপ্তাহের গুরুত্ব তুলে ধরেন।
  অভিযানের সময় পাংশা থানার এসআই রবিউল ইসলাম, পাংশা উপজেলা মৎস্য দপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওমর ফারুক, ক্ষেত্র সহকারী রাশেদুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।

 

পাংশা উপজেলায় ভোট ৮ই মে॥চলছে জমজমাট প্রচারণা॥আলোচনায় চেয়ারম্যান প্রার্থী বুড়ো-ওদুদ
বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই॥চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
সর্বশেষ সংবাদ