রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তর ও জাটকা সংরক্ষণ সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় “করলে জাটকা সংরক্ষণ বাড়বে ইলিশ উৎপাদন” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৫ই এপ্রিল সকালে পাংশা বাজারে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ উপলক্ষে ভ্রাম্যমান আদালত-অভিযান পরিচালিত হয়।
জানা যায়, অভিযানের সময় মাছ বাজারে কোন জাটকা পাওয়া যানি। পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী উপস্থিত মাছ বিক্রেতা ও সর্বসাধারণের উদ্দেশ্যে জাটকা সংরক্ষণ সপ্তাহের গুরুত্ব তুলে ধরেন।
অভিযানের সময় পাংশা থানার এসআই রবিউল ইসলাম, পাংশা উপজেলা মৎস্য দপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওমর ফারুক, ক্ষেত্র সহকারী রাশেদুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।