রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউপির সাহাপাড়া মোড় এলাকা থেকে ডিবি’র একটি দল অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ বিক্রেতা আলমগীর হোসেন সবুজ (২৮)কে গ্রেপ্তার করেছে।
গত ৪ই সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। সে কালুখালী উপজেলার জামতলা পাড়া এলাকার কাশেম মন্ডলের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার(ওসি) মোঃ ওমর শরীফ জানান, সবুজ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতিপূর্বে কালুখালী থানায় দুইটি ও বালিয়াকান্দি থানায় একটি মাদক মামলা রয়েছে। গত ৪ই সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে মাঝবাড়ী ইউনিয়নের সাহাপাড়া মোড় এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে তার বিরুদ্ধে কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। ডিবি’র মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।