ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
পাংশায় এস এন মেডিকেল সেন্টারে ফ্রি চিকিৎসা সেবা॥ইফতার মাহফিল
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৪-১৫ ১৫:০৬:০৪

রাজবাড়ী জেলার পাংশায় এস এন মেডিকেল সেন্টারে ধারাবাহিক ভাবে ফ্রি চিকিৎসা সেবা ও ইফতার মাহফিল চলছে। 

  এরই ধারাবাহিকতায় গতকাল ১৫ই এপ্রিল ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন জেনারেল মেডিসিন অভিজ্ঞ ডাঃ অনিক দাস এবং মেডিসিন, শিশুরোগ, চর্মরোগ, অর্থপেডিক্স অভিজ্ঞ ডাঃ দ্বীপন সরকার।

  এদিকে গতকাল শনিবার ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় এস এন মেডিকেল সেন্টারের চিকিৎসা সেবা কার্যক্রম নিয়ে এস এন মেডিকেল সেন্টারের অন্যতম পরিচালক, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক জগলুল পাশা, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য খায়রুল ইসলাম খায়ের ও কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উরমান মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন।

  দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল হাই।

  অনুষ্ঠানে পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপকবৃন্দ, পাংশা ও কালুখালীর পল্লী চিকিৎসকবৃন্দ, ব্যবসায়ী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

কালুখালীর লাড়িবাড়িতে ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাংশায় বিনামূল্যে ধান-পাট বীজ ও সার পেল ২৭৫০ জন প্রান্তিক কৃষক
বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে সরকারী জায়গায় নির্মিত ঘর উচ্ছেদ করলো প্রশাসন
সর্বশেষ সংবাদ