ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
পাংশার জোনাপাট্টা বাজারে পশুরহাট উদ্বোধন॥হাট বসবে প্রতি শনিবারে
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৫-১৩ ১৯:১৬:৫১

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউপির জোনাপাট্টা বাজারে এখন থেকে প্রতি শনিবার বসবে পশুর হাট। গতকাল ১৩ই মে গরু-ছাগলসহ বিভিন্ন পশুপাখি ক্রয় বিক্রয়ের মধ্য দিয়ে হাটটির উদ্বোধন করা হয়। 

স্থানীয় সাইদুর রহমান ছিন্টুর সার্বিক পরিচালনায় বাবুপাড়া ইউপির সাবেক মেম্বার ইউনুস আলী, আফসার মন্ডলসহ জোনাপাট্টার বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের সহযোগিতায় পশুহাটটি স্থাপন করা হয়েছে। এছাড়া আগেরমতো প্রতিদিন বাজার বসবে।

জোনাপাট্টা পশুহাটের পরিচালক সাইদুর রহমান ছিন্টু বলেন, আমাদের জোনাপাট্টা বাজারটি অতি পুরাতন। জনপ্রিয় এ বাজারে পশুহাট ছিল না। স্থানীয় লোকজনের মতমত ও সার্বিক সহযোগিতায় এখানে পশুহাট বসানো হয়েছে। প্রতি শনিবার এখানে পশুহাট বসবে। এছাড়া আগের মতেই প্রতিদিন নিয়মিত বাজার পরিচালিত হবে। গতকাল ১৩ই মে পশুহাট বসানো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। প্রথমদিনের মতো পশুহাটে ব্যাপক সাড়া পড়ে বলেও উল্লেখ করেন তিনি। পশুহাটের সার্বিক কার্যক্রম পরিচালনায় পশু ব্যবসায়ীসহ সকল শ্রেণি পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

 রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
বালিয়াকান্দিতে চলাচলকারী অবৈধ যানবাহন  প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা॥নির্বিকার প্রশাসন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মহান মে দিবস পালিত
সর্বশেষ সংবাদ