ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
দৌলতদিয়ায় মুক্তি মহিলা সমিতির রজত জয়ন্তী ও বার্ষিক সাধারণ সভা
  • আবুল হোসেন
  • ২০২৩-০৬-২১ ১৪:৩৯:১৩

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় যৌনকর্মীদের সংগঠন মুক্তি মহিলা সমিতি(এমএমএস)র রজত জয়ন্তী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  

  গতকাল ২১শে জুন দুপুরে মুক্তি মহিলা সমিতির হল রুমে রজত জয়ন্তী ও বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।  

  মুক্তি মহিলা সমিতির সভাপতি শেফালী বেগমের সভাপতিত্বে ও প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মুঞ্জর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বক্তব্য রাখেন।

  সভায় অন্যান্যের মধ্যে উপজেলা সমাজসেবা অফিসার রুহুল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদ, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ প্রদীপ কান্তি পাল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান চম্পা বেগম ও মুক্তি মহিলা সমিতির সভানেত্রী মর্জিনা বেগম প্রমুখ বক্তব্য দেন। 

  সভায় মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম বলেন, দেশের বৃহত্তম যৌন পল্লী দৌলতদিয়া পূর্ব পাড়ার সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের জন্য ১৯৯৮ সাল থেকে এ সংগঠন কাজ করে যাচ্ছে। 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ