ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
রাজবাড়ী কালেক্টরেট স্কুলে বৃক্ষরোপন কর্মসূচী পালন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৬-২৩ ০২:১৮:৩৭

“সবুজে সাজাই বাংলাদেশ”-এ শ্লোগানকে সামনে রেখে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে রাজবাড়ী কালেক্টরেট স্কুলে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
  গতকাল ২২শে জুন দুপুরে কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে রাজবাড়ী প্রকৃতি ও জীবন ক্লাবের বাস্তবায়নে বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপন, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান। 
  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে ও রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, রাজবাড়ী কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ ও সাবেক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমানসহ ক্লাবের অন্যান্য সদস্যগণ, ক্লালেক্টরেট স্কুলের শিক্ষক ও শিক্ষার্র্থীসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
  বক্তব্য পর্ব শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক আবু কায়সার খানসহ অতিথিগণ কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।

রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
রাজবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক
রাজবাড়ীতে লোকজ মেলায় শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদকে ক্রেস্ট উপহার
সর্বশেষ সংবাদ