ঢাকা শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
রাজবাড়ীতে পুলিশের অভিযানে মাদক বিক্রেতা দাউদ গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৯-১০ ১৬:৫৪:৪৮
রাজবাড়ী থানা পুলিশ গত ৯ই সেপ্টেম্বর দিনগত গভীর রাতে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ বিক্রেতা দাউদকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী থানা পুলিশ গত ৯ই সেপ্টেম্বর দিনগত রাত পৌনে ৩টার দিকে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ বিক্রেতা দাউদ(৪৩) গ্রেফতার করেছে।
  জানা গেছে, থানা পুলিশের একটি দল রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের কৈজুরী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ও ৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দাউদ একই ইউনিয়নের পারশাইলকাঠি গ্রামের মইজুদ্দিনের ছেলে। 
  রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ ব্যাপারে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দাউদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকের আরও ৫টি মামলা রয়েছে। গতকাল ১০ই সেপ্টেম্বর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 রাজবাড়ী জেলায় হারানো ১০৪টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ
রাজবাড়ী সদর কোর্ট ও জেলা ট্রাফিক অফিস পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে রাজবাড়ীর পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ