ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
গোয়ালন্দে র‌্যালী-আলোচনা সভার মধ্য দিয়ে বাজুসের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৭-১৭ ১৭:০০:১০

“সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ী জেলার গোয়ালন্দে গতকাল ১৭ই জুলাই বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

  এ উপলক্ষে বিকালে সংগঠনটির উপজেলা শাখার আয়োজনে গোয়ালন্দ বাজার পলি জুয়েলার্স থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাজার প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে এ আলোচনা সভা ও কেক কাটা হয়।

  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ ছিদ্দিক মিয়া।

  বাজার স্বর্ণ ব্যবসায়ীর সভাপতি বাবু রঞ্জিত কুমার পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ খোকন শেখ, গোয়ালন্দ বাজার স্বর্ণ ব্যবসায়ীর সহ-সভাপতি রবিন্দ্রনাথ পাল, গোবিন্দ পোদ্দার ও সাধারণ সম্পাদক আবু ইউসুফ বেপারী (মেম্বার) সহ বাজারের সকল স্বর্ণ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

  বক্তারা বলেন, বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সারাদেশে স্বর্ণ ব্যবসায়ীরা এখন নতুন করে জেগে উঠেছে। সারাদেশে বাজুস এখন একটি মডেল ব্যবসায়িক সংগঠনে পরিণত হয়েছে।

পাংশা উপজেলা মুখরিত শেষ মুহুর্তের প্রচারণায়
পাংশা-কালুখালীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তের গণসংযোগে বুড়ো
সর্বশেষ সংবাদ