ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ীতে এডিস মশা নিধনে কমিউনিস্ট পার্টির মানববন্ধন
  • আব্দুল হালিম বাবু
  • ২০২৩-০৮-১২ ১৭:২৮:০২

রাজবাড়ীতে এডিস মশা নিধন ও ফুটপাত দখল মুক্ত করার দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পাটি। 

  গত ১০ই আগস্ট বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শহর শাখার আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।

  মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজবাড়ী শহর শাখার সম্পাদক আব্দুস সাত্তার মন্ডল। এতে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাবেক সভাপতি আবুল কালাম, সদর উপজেলা কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ দাস, জেলা উদীচীর সহসভাপতি আজিজুল হাসান খোকা, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল হালিম বাবু প্রমুখ বক্তব্য দেন।

  বক্তারা বলেন, দেশব্যাপী ডেঙ্গু আজ মহামারিতে রুপ নিয়েছে। রাজবাড়ীতেও প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। কিন্তু এখন পর্যন্ত মশা নিধনের কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। রাজবাড়ী সদর হাসপাতালে ডেঙ্গু রোগীর জন্য আলাদা কোন ওয়ার্ডের ব্যবস্থা নাই। হাসপাতালে রক্তের প্লাটিলেট পরীক্ষা করা হয় না। বাইরে থেকে পরীক্ষা করাতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে সাধারণ জনগণকে। মানুষ আজ আতঙ্কিত। হাসপাতালে গিয়ে তারা কাঙ্খিত সেবা পাচ্ছে না। অবিলম্বে ডেঙ্গু নিধনে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও রাজবাড়ী শহরের ফুটপাত দখল মুক্ত করার দাবী জানান তারা।

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ