ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
কালুখালীতে শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • ফজলুল হক
  • ২০২৩-০৯-০৬ ১৫:২৮:২০

রাজবাড়ী জেলার কালুখালীতে শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরের আঙ্গিনায় গতকাল ৬ই সেপ্টেম্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জয় কুমার বসুর সভাপতিত্বে ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যাদব কুমার দত্তের সার্বিক তত্ত্বাবধানে অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাম প্রসাদ সাহা, সাধারণ সম্পাদক সুবল কুমার দাস, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল কুমার সাহা, ধর্মীয় আলোচক প্রভুপাত দিবাকর গোস্বামী ও  মদন মোহন জিউ মন্দিরের প্রভুপাত গোপাল গোস্বামী প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কালুখালী বাজার প্রদক্ষিণ করে ।

 
কালুখালীর লাড়িবাড়িতে ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাংশায় বিনামূল্যে ধান-পাট বীজ ও সার পেল ২৭৫০ জন প্রান্তিক কৃষক
বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে সরকারী জায়গায় নির্মিত ঘর উচ্ছেদ করলো প্রশাসন
সর্বশেষ সংবাদ