ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
গোয়ালন্দে ঝুঁকিপূর্ণ রেললাইনে ফের ট্রেনের বগি লাইনচ্যুত
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১০-১৪ ১৭:০৬:০৭

রাজবাড়ী-গোয়ালন্দ ঝুঁকিপূর্ণ রেল রুটে গতকাল ১৪ই অক্টোবর আবারো নকশীকাঁথা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে।
 বিকাল সাড়ে ৫টার দিকে লাইনচ্যুতির ৬ঘন্টা পর উদ্ধারকারী দল লাইনচ্যুত বগিটি উদ্ধার করলে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
 একই দিনে দুপুর পৌনে ১টার দিকে গোয়ালন্দ পৌর শ্মশান ঘাট এলাকায় নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটির পেছনের মালবাহী একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
 এ ঘটনায় গোয়ালন্দ ঘাট স্টেশনের(দৌলতদিয়া) সঙ্গে রাজবাড়ীর ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলো।
 স্থানীয়রা জানায়, শ্মশান ঘাট এলাকায় দুপুরে নকশীকাঁথা ট্রেনটি বিকট শব্দে লাইনচ্যুত হয়। আশপাশের লোকজন দ্রুত এসে দেখতে পান রেললাইন থেকে ট্রেনটির দুটি চাকা নিচে পড়ে গেছে। তবে এতে কোন যাত্রী বা আশপাশে থাকা বাড়ী-ঘর ও মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। তবে তারা আতঙ্কিত হয়েছেন।
 তারা আরো বলেন, গতমাসেও দৌলতদিয়া ঘাটের ফকিরপাড়া এলাকায় এ ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। আমরা এ রুটের ট্রেনের লাইনটি নতুন চাই।
 গোয়ালন্দ ঘাট রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল জলিল বলেন, দুপুর পৌনে ১টার দিকে খুলনাগামী মেইল এক্সপ্রেস ট্রেনটির পেছনের বগি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটির বগি উদ্ধারে মেইল ট্রেন এসে কাজ শুরু করে। তিনি আরও বলেন, গোয়ালন্দ ঘাট থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত এ রুটে ট্রেনের লাইন খুবই ঝুঁকিপূর্ণ। আমরা এ ব্যাপারে কর্তৃপক্ষকে অবগত করেছি।
 রাজবাড়ী রেলওয়ের রিলিফ ট্রেনের ইনচার্জ(উদ্ধারকারী ট্রেন) মোঃ হুমায়ুন কবির মৃধা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে লাইচ্যুত হওয়া ট্রেনটি ৬ ঘন্টা পর উদ্ধার করতে সক্ষম হই। ট্রেনটি রাজবাড়ী স্টেশনে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। বর্তমানে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
 উল্লেখ্য, চলতি বছরের ২৮শে আগস্ট দুপুরে খুলনাগামী মেইল এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি দৌলতদিয়া ঘাট এলাকায় লাইনচ্যুত হয়ে যায়। ১ ঘন্টা পর ট্রেনটির বগি উদ্ধার করে এ রুটটি সচল করা হয়।

 রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
বালিয়াকান্দিতে চলাচলকারী অবৈধ যানবাহন  প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা॥নির্বিকার প্রশাসন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মহান মে দিবস পালিত
সর্বশেষ সংবাদ