“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে গতকাল ৪ঠা নভেম্বর সকালে ৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩ বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।
সকালে কালুখালী উপজেলা চত্ত্বরে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
আনুষ্ঠানিকতা শেষে কালুখালী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মেহেরুন্নাহার।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ এনায়েত হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সুতপা কর্মকার, সহকারী অধ্যাপক খোন্দকার হাফিজুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মুনির হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকামত আলী মন্ডল, কালুখালী থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি থানার এস আই প্রদীপ কুমার সরকার, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কালুখালী উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার। কালুখালীর দোয়েল ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেডের সভাপতি মোঃ হামিদুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। আলোচনা শেষে কালুখালী উপজেলার ৫টি সমবায় সমিতি ও একজন সমবায়ীকে পুরস্কার প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তরা বলেন, সমবায়ের মাধ্যমে একটি দেশ ও জাতির উন্নয়ন সম্ভব। একটি দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে সমবায়ের অগ্রাধিকার ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও টেকসই উন্নয়নকে সুনিশ্চিত করতে সমবায়ের আদর্শ ও মূল্যবোধকে সমুন্নত রাখতে হবে।