ঢাকা শনিবার, জুলাই ২৭, ২০২৪
রাজবাড়ী-১ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন কাজী ইরাদত আলী
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৩-১১-২০ ১৬:৩০:৫৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী গতকাল ২০শে নভেম্বর দলের বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে রাজধানী ঢাকার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে তার মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এর আগে গত ১৯শে নভেম্বর তার পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন নেতাকর্মীরা।

 গতকাল ২০শে নভেম্বর মনোনয়ন ফরম জমাদানের সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুজ্জামান মুকুট, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল ইসলাম শফি, উপ-দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সোহাগ, কোষাধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান শরীফ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অরূপ দত্ত হলি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রকিবুল হাসান শান্তনু, জেলা আওয়ামী সদস্য আব্দুস সালাম মন্ডল, পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মিয়া সোহেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জাকারিয়া মাসুদ রাজিব, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মোস্তফা মুন্সি, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখসহ জেলা আওয়ামী লীগ, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ, রাজবাড়ী পৌর আওয়ামী লীগ, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 মনোনয়ন ফরম জমা দেওয়া শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।

 এর আগে গতকাল সোমবার সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী মনোনয়ন ফরম জমা দিতে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মীর নিয়ে ঢাকায় গমন করে।

রাজবাড়ীতে ১৬ ঘন্টা কারফিউ শিথিল॥জনজীবনে ফিরছে স্বস্তি
টিকিট ফেরতসহ রেলওয়ের ক্ষয়ক্ষতি ২২ কোটি টাকা----রেলপথমন্ত্রী
বসন্তপুরে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালকের বিরুদ্ধে নারী যাত্রীকে ধর্ষণ চেষ্টা
সর্বশেষ সংবাদ