দেশ-জাতিসত্তা বিরোধী শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং একতরফা পাতানো নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে গতকাল ২৬শে ডিসেম্বর সকালে ডিসির কাছে স্মারকলিপি প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখা।
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহার কাছে স্মারকলিপি প্রদান করে নেতাকর্মীরা।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ সাব্বির হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মুহাম্মাদ মনজুরুল ইসলামসহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা, থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।