আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলীকে বিজয়ী করার লক্ষ্যে গতকাল ২৬শে ডিসেম্বর বেলা সাড়ে ১২টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ শওকত হাসানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী জেলার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মোঃ আওরঙ্গজেব আরু।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটি রাজবাড়ী জেলার সদস্য এডঃ মোঃ রেজা-ই-রাব্বি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলার সদস্য এস এম আশরাফুল ইসলাম রতন বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগ, উপজেলা আওয়ামী যুবলীগ, পৌর আওয়ামী যুবলীগ, ইউনিয়ন আওয়ামী যুবলীগ ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী যুবলীগের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভা সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মিয়া সোহেল ও পৌর আওয়ামী যুবলীগের রাশেদ আহমেদ হিরু।
প্রস্তুতি সভায় প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী জেলার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মোঃ আওরঙ্গজেব আরু বলেন, আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার জন্য এবং রাজবাড়ী-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থেকে মাঠে থাকতে হবে। নিজেদের মধ্যে যদি কোন ভেদাভেদ, দিধাদ্বন্দ্ব, মতবিরোধ, গ্রুপিং থাকে সেগুলো ভুলে গিয়ে সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নৌকার পক্ষে কাজ করতে হবে।