জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে গতকাল ১০ই জানুয়ারী সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বিনম্র শ্রদ্ধা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে করা হয়েছে।
সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান ও অন্যান্য কর্মকর্তাগণ।
এ সময় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহা, রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ খায়রুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার রুবাইয়া ইয়াসমিন, সিনিয়র সহকারী কমিশনার কামরুল ইসলাম, সহকারী কমিশনার শিবরাজ চৌধুরী, এনডিসি মোঃ সাইদুল ইসলাম, সহকারী কমিশনার মোহাঃ জাহাঙ্গীর আলম বাবু, অংকন পালসহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণসহ জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।