ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
৫বারের সংসদ সদস্যকে মন্ত্রী হিসেবে পেয়ে উৎফুল্ল বালিয়াকান্দি উপজেলাবাসী
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০১-১২ ১৩:৩৯:৪৯

 রাজবাড়ী-২ আসনের ৫বারের নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে রেলপথ মন্ত্রী হিসেবে পেয়ে উৎফুল্ল এ আসনের নির্বাচনী এলাকা বালিয়াকান্দি উপজেলার সাধারণ মানুষ।
 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসন বালিয়াকান্দি, কালুখালী ও পাংশা উপজেলা নিয়ে গঠিত। এ আসনের প্রতিটি নির্বাচনী এলাকায় চলছে খুশির আমেজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি চায়ের দোকানের চলছে আড্ডা ও মন্ত্রীত্ব নিয়ে আলোচনা। রাজবাড়ীর মানুষের কি উপকার হবে, কারা সুবিধা পাবে এসব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
 এদিকে মন্ত্রীত্ব পাওয়ায় গত ১১ই জানুয়ারী সন্ধ্যায় সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেছেন বালিয়াকান্দি আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
 মন্ত্রীত্ব পাওয়া নিয়ে সঞ্জয় চৌধুরী রতন বলেন, জিল্লুল হাকিম রাজবাড়ী-২ আসনে ৫বারের এমপি। তার সময়ে মানুষ এলাকায় বিদ্যুৎ, রাস্তাঘাট, স্কুল সহ বিভিন্ন  অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। এখন তিনি মন্ত্রী হয়েছেন। দেশের পাশাপাশি জেলার সার্বিক উন্নয়নে কাজ করবেন এটাই আশা।
 মাহেন্দ্র চালক বাচ্চু বলেন, জিল্লুল হাকিম দীর্ঘদিন রাজনীতি করে আসছেন। মন্ত্রীত্ব আমাদের অনেকদিনের চাওয়া ছিলো। আমরা তাকে মন্ত্রী হিসেবে পেয়ে খুব খুশি।
 শিক্ষার্থী অজিভিৎ দে বলেন, রাজবাড়ী-২ আসনের ৩টি উপজেলার মধ্যে বালিয়াকান্দির অর্থনৈতিক অবস্থা সবচেয়ে খারাপ। এই উপজেলার বেকারত্ব হ্রাস করতে মন্ত্রী মহোদয়ের প্রতি অনুরোধ থাকবে।
 মুদি ব্যবসায়ী উত্তম দে বলেন, রাজবাড়ী রেলের শহর। রেলের কারণে এই শহরের কদর ছিলো অমূল্য। যেহেতু তিনি রেলপথ মন্ত্রী হয়েছেন রাজবাড়ীর রেল ব্যবস্থাপনায় তিনি আধুনিকতার ছোঁয়া দেবেন এমনই প্রত্যাশা থাকবে।
 ফল ব্যবসায়ী তীর্থ বলেন, এলাকার মন্ত্রী হওয়া মানেই দারুণ আনন্দের। খুবই আনন্দ হচ্ছে। এবার হয়তো দেশের পাশাপাশি আমাদের জেলার উন্নয়ন হবে।
 বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ বলেন, এমপি মোঃ জিল্লুল হাকিম রাজপথের পরীক্ষিত সৈনিক। তিনি তার নেতৃত্বের প্রমাণ দিয়েই মন্ত্রী হয়ে আসতে পেরেছেন এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
 রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বলেন, আমার সারাটা জীবনই দেশের জন্য কাজ করেছি, মানুষের জন্য কাজ করেছি। তারই প্রতিফলন হিসেবে প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রীত্ব দিয়েছেন। আমি তার প্রতি কৃতজ্ঞ। নেত্রী আমাকে যে ভরসায় মন্ত্রীত্ব দিয়েছেন তার সেটা সর্বোচ্চ করার চেষ্টা করবো।

 

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ