রেলপথ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম শপথ গ্রহণের পরদিনই গতকাল ১২ই জানুয়ারী পাংশা রেলওয়ে স্টেশনে সংস্কার কার্যক্রমে তৎপর হয়েছে রাজবাড়ী রেলওয়ের প্রকৌশল দপ্তর।
জানা যায়, গতকাল শুক্রবার ছুটির দিনে রাজবাড়ী রেলওয়ের প্রকৌশল দপ্তরের আইডাব্লিউ সোহাগ রানার নেতৃত্বে প্রতিনিধি দল পাংশা রেলওয়ে স্টেশন পরিদর্শন করে স্টেশনের পুরাতন জরাজীর্ণ টিনশেডসহ স্টেশনের নানা সমস্যাদি পর্যবেক্ষণ করে তা নোট করেন।
এছাড়া পিডাব্লিউ স্টাফের শ্রমিকরা দিনভর রেল লাইনের বক্সিংসহ পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চালায়। পিডাব্লিউ স্টাফের মেড পরিতোষ বিশ্বাস জানান, শুক্রবার ১০ জন শ্রমিক রেল লাইনের বক্সিংসহ পরিষ্কার-পরিচ্ছন্নতায় কাজ করে।
পাংশা রেলওয়ে স্টেশন মাস্টার জীবন বৈরাগী জানান, তিনি ২০১৬ সালে পাংশা রেলওয়ে স্টেশনে যোগদান করেন। যোগদানের পর স্টেশনের পুরাতন জরাজীর্ণ টিনশেডসহ স্টেশনের নানা সমস্যাদি সমাধানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দিলেও কোন কাজ হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের একজন জানান, নতুন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের বাড়ী পাংশা শহরে। তিনি যে কোন সময়ে পাংশা রেলওয়ে স্টেশন পরিদর্শন করতে পারেন। বিষয়টি মাথায় রেখে রেলওয়ের স্থানীয় কর্মকর্তারা তৎপর হয়েছেন।
এদিকে রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের শপথ গ্রহণের পরদিন গতকাল শুক্রবার ছুটির দিনেও পাংশা রেলওয়ে স্টেশনে দৃশ্যমান কার্যক্রম দেখে সচেতন মহলের লোকজন ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
পাংশা রেলওয়ে স্টেশনের পুরাতন জরাজীর্ণ টিনশেড সংস্কার করে নতুন শেড নির্মাণ, লোকাল শাটল ট্রেন ও খুলনা-ঢাকাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনে যাত্রীবাহী বগি বাড়ানোর জন্য নতুন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির সৃদৃষ্টি কামনা করেন স্থানীয় সচেতন মহলের লোকজন।
উল্লেখ্য, রাজবাড়ী-২ আসনের ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম গত ১১ই জানুয়ারী নতুন মন্ত্রিসভার রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের স্বাধীনতা পরবর্তী সময়ে রাজবাড়ী জেলায় প্রথমবারের মতো একজন পূর্ণ মন্ত্রিত্ব লাভে পাংশাসহ জেলার সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। রেলপথসহ এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করছেন অনেকে।