ঢাকা শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
কসবামাজাইল-নটাভাঙ্গা সড়কে গাছ কর্তৃনের ঘটনায় পাংশা থানায় ১৩জনের বিরুদ্ধে মামলা
  • পাংশা প্রতিনিধি
  • ২০২৪-০২-০৩ ১৪:৩০:০৭

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়ন পরিষদের নামে রেকর্ডীয় কসবামাজাইল-নটাভাঙ্গা সড়ক থেকে দিবালোকে ও রাতের আঁধারে গাছ কর্তৃন নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

 রাস্তার গাছ কর্তৃনের বিষয়ে কসবামাজাইল ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম বাদী হয়ে জড়িত নটাভাঙ্গা গ্রামের ১৩জনকে আসামী করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

 জানা যায়, কসবামাজাইল ইউনিয়ন পরিষদ থেকে নটাভাঙ্গা গ্রামের পাকা রাস্তার দুই পাশে বেশ কিছু সংখ্যক গাছ রয়েছে। বেশির ভাগ বাবলা গাছ। বিভিন্ন সময়ে দিনে ও রাতে দুর্বৃত্তরা গাছগুলো কেটে নিয়েছে। এরই মধ্যে গত ৩১শে জানুয়ারী দুর্বৃত্তরা ৩/৪টি বাবলা গাছ কেটে নেয়। পরদিন ১লা ফেব্রুয়ারী নটাভাঙ্গা ব্রিজের পাশে রহমান খার জমির সামনে একটি বড় রেন্টি কড়ই গাছ কাটার খবর পেয়ে গ্রাম পুলিশকে সাথে নিয়ে গাছ কাটা নিষেধ করেন কসবামাজাইল ইউপির সচিব জহুরুল ইসলাম।

 বিষয়টি তাৎক্ষণিকভাবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এবং কসবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদকে অবহিত করেন তিনি। 

 পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী তাকে করণীয় দিকনির্দেশনা প্রদান করেন। সে আলোকে ইউপি সচিব জহুরুল ইসলাম বৃক্ষ নিধনের সাথে জড়িতদের নাম পরিচয় সংগ্রহ করে গত ২রা ফেব্রুয়ারী ১৩জনের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার আসামীরা নটাভাঙ্গা গ্রামের বাসিন্দা।

 অভিযুক্তরা হলো- কসবামাজাইল ইউনিয়নের খায়রুল খান(৫০), মুরাদ শেখ(৫০), মিজান শেখ(৩৫), চাঁদ বিশ্বাস(৪০), বাশি খান(৪০), রোকন বিশ্বাস(৩৫), রাজ্জাক খান(৩৫), আক্তার বিশ্বাস(৩৫), জাফর মন্ডল(৪০), শুকুর মন্ডল(৩৫), মনোয়ার হোসেন খান(৩৫), আব্দুল বারেক খান(৫৫) ও শামীম শেখ(৪৫)।

 গতকাল ৩রা ফেব্রুয়ারী বিকালে সরেজমিন উল্লেখিত সড়কের দু’পাশে অনেক বাবলা গাছ দেখা যায়। পাশাপাশি গাছ কর্তনের কয়েকটি নতুন-পুরাতন মুতা (গোড়া) পরিলক্ষিত হয়। স্থানীয়রা সড়কের বৃক্ষ কর্তৃনের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন। 

 এ বিষয়ে গতকাল ৩রা ফেব্রুয়ারী সন্ধ্যায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদার থানায় মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কর্তৃনকৃত গাছগুলো উদ্ধার ও আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।

 
গোয়ালন্দে প্রবাসী সবুজ হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন
গোয়ালন্দে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার
 কালুখালীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ