বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বৈন্যতল গ্রামে গতকাল ১৫ই ফেব্রুয়ারী বিকালে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় ফার্মারস ক্লাইমেট স্মার্ট স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মাহফুজুর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের কমিউনিটি ফ্যাসালিটর মোঃ আব্দুর রকিব বক্তব্য রাখেন। এ সময় অতিথিবৃন্দরা বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখেন।
মাঠ দিবস অনুষ্ঠানে জঙ্গল ইউনিয়নের প্রায় ২শত কৃষক-কৃষাণীর অংশগ্রহণ করে।