অনির্দিষ্টকালের জন্য ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় খবরে একদিনের ব্যবধানে রাজবাড়ী জেলার গ্রামের হাট গুলোতে মণ প্রতি দাম বেড়েছে ৪শ থেকে ৫শ টাকা।
গতকাল ২৪শে মার্চ রাজবাড়ীর জেলার সব থেকে বড় পেঁয়াজের হাট সোনাপুর ও মৃগী বাজারে প্রতি মণ পেয়াজ ২ হাজার থেকে ২২শ টাকা দরে বিক্রি হয়েছে।
সোনাপুর হাটে মোঃ আমিন নামে এক আড়ৎদার বলেন, এলসি আমদানি হওয়ায় গতকাল ১৫শ টাকা দরে পেয়াজ কিনেছিলাম। রাতে খবর আসলো ভারত পেঁয়াজ রপ্তানি করবে না। আজ সকালেই সেই পেঁয়াজ কিনতে হলো ২ হাজার থেকে ২২শ টাকা দরে।
মৃগী হাটে শামিম মোল্লা নামে এক আড়ৎদার বলেন, এখন কৃষকও চালাক হয়ে গেছে। সবার কাছেই ফোন থাকে। তাই কখন পেঁয়াজ ভারত থেকে আসবে কখন আসবে না সেটা জানে। আজ হাটে পেঁয়াজ আমদানি কম হয়েছে। কৃষক কম দামে পেঁয়াজ বিক্রি করতে চায় না। ঢাকার মোকামের সাথে কথা বলে ২ হাজার থেকে ২২শ টাকা দরে কিনতে হইছে। গত হাটেও এই পেয়াজ ১৫শ থেকে ১৭শ টাকা দরে কিনেছিলাম।
রাজবাড়ী পৌর কাচা বাজারে খুচরা পেঁয়াজ ব্যবসায়ী হালিম বলেন, আজ ৫০ থেকে ৫৫ টাকা দরে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করছি। আমার প্রতি মণ পেয়াজ ১৭শ থেকে ১৯শ টাকা দরে কেনাছিলো তাই কম দামে বিক্রি করতে পারছি। তবে গ্রামের হাট গুলোতে আজ বেশি দরে পেয়াজ বিক্রি হয়েছে। হয়তো কাল থেকে আমাদেরও বেশি দরে বিক্রি করতে হবে।
পেঁয়াজ চাষী মুকুল সরদার বলেন, পেঁয়াজের দানা, শ্রমিক, সার-কীটনাশকসহ ১মণ পেঁয়াজ উৎপাদন করতে প্রায় ১হাজার থেকে ১২শ টাকা খরচ হয়ে যায়। আমার মতো অনেক কৃষক বৃষ্টির ভয়ে আগে ভাগেই পেঁয়াজ তুলে ফেলছে। এখন যে বাজার আছে এটা আরও কিছু দিন থাকলে কৃষক বেচে যাবে।
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলার ৩৫ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন।