ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
আরএসসিএফ’র উদ্যোগে স্বপ্নজয়ী পাঠশালার ৪০জন শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৪-০৪-০৯ ২১:৩৭:০৫

রাজবাড়ী সোশিও কালচারাল ফোরাম (আরএসসিএফ)-এর উদ্যোগে গত ৮ই এপ্রিল দাদশী ইউনিয়ন পরিষদে অবস্থিত স্বপ্নজয়ী পাঠশালার ৪০জন শিশু শিক্ষার্থীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদের নতুন পোশাক উপহার দেওয়া হয়েছে।
 এ সময় সোশিও আরএসসিএফ-এর সদস্যরা পাঠশালার শিশুদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করেন।
 আরএসসিএফ’র সভাপতি রাকিবুল ইসলাম হৃদয়ের সভাপতিত্বে ঈদ আনন্দ অনুষ্ঠানে দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, আরএসসিএফ’র সাধারণ সম্পাদক সাদ আহমেদ সাদী, উপদেষ্টা ফারুক উদ্দীন, মুখপাত্র নিলয় সাহা নীল, সহ সভাপতি অনুছোয়া আপন, জান্নাতুল ফেরদৌস আঁখি, শাহ মা আরুসা, আহনাফ হাসান, মাহাদী হাসান বাপ্পী, সাংগঠনিক সম্পাদক তুষার দাস, অর্থ সম্পাদক মোঃ তানভীর, সহযোগী সদস্য রাফিজা জেবিন, অনামিকা আজাদ, শাহারিয়ার হক অর্ক ও রিফাত মাহাতাব উদ্দীন প্রমূখ।
 জানা গেছে, সমাজের মূল ধারার সাথে এই পিছিয়ে থাকা শিশুদেরকে একীভূত করার প্রয়াস নিয়ে কাজ করছে স্বপ্নজয়ী পাঠশালা। স্বপনজয়ীর এসব শিশুদের ঈদকে আরেকটু রঙীন করে তুলতেই আরএসএস এর এবারের উদ্যোগ। স্বপ্নজয়ী পাঠশালার উদ্যোক্তা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ন সচিব সাগরিকা নাসরিন আরএসসিএফ এর এই উদ্যোগের জন্য আরএসসিএফকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এমন কর্মকান্ড অব্যাহত রাখতে আহ্বান জানান। আরএসসিএফ রাজবাড়ী জেলার সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে।

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ